প্রচ্ছদ

লেখা পাঠানোর আহবান

আমাদের পথ চলা কিছু অন্য কথা বলার তাগিদে। আমাদের শব্দে, বাক্যে, লেখায় কিছু অন্য কথা বলার ইঙ্গিত আছে; সে কথা বিরূপকথা। নিছক সাহিত্য রসভোগের জন্য নয়, আমাদের বিরূপকথা তার লেখালেখির মাধ্যমে এই সমাজ ও পরিবেশ সম্পর্কে সচেতন, দায়িত্বপূর্ণ ও ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। আমাদের চারপাশে, আরও বিস্তৃত জগতে বহু মানুষ দিন রাত এমন সব কাজ করেন বা করার উদ্যোগ নেন যা আজকের মনুষ্যত্ব লেশ সভ্যতার মাঝে মানুষের পরিচয় দেয়। আমাদের পত্রিকা সেই সমস্ত প্রগতিশীল কাজকর্মের অংশীদার হতে চায়। । আমাদের পত্রিকা মূলত ছাপার অক্ষরেই প্রকাশিত হয় কিন্তু এরই মাঝে আমরা যে জিনিসটা উপলব্ধি করি সেটা হল এই মানুষে মানুষে যোগটা আরও বেশী করে প্রসারিত করতে হবে। এই ইচ্ছা থেকেই আমদের এই বিরূপকথা ওয়েব পত্রিকা । আমরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সমমনস্ক মানুষদেরকে নিয়ে আমাদের এই পত্রিকা ও তার বিরূপকথাকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে চাই। সকল পাঠক বন্ধুদের সহযোগিতা কামনা করি। এই সঙ্গেই আন্তরিকভাবে আহ্বান করি আজকের তরুণ লেখক -লেখিকাদের কবিতা, গল্প, সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক বিষয়ে আরো লেখা পাঠাতে যা এই পত্রিকাকে সমৃদ্ধ করে তুলবে। ধন্যবাদ

যোগাযোগ
ইমেলঃ birupkothamag@gmail.com
ফেসবুক পেজঃ www.facebook.com/birupkothamag
ফোনঃ 7044962945

এখানে আপনার মন্তব্য রেখে যান